যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের জন্য ফাইজারের টিকার অনুমোদন

করোনাভাইরাস প্রতিরোধে অবশেষে শিশু ও কিশোরদের জন্য টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১০ মে) ১২ থেকে ১৫ বছর বয়সী সকল আমেরিকান শিশু ও কিশোরদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি এই টিকার অনুমোদন দেয় দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এর আগে ১২-১৫ বছর বয়সীদের জন্য চলতি সপ্তাহের মধ্যেই এই টিকার অনুমোদন দেওয়া হতে পারে বলে সংস্থাটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এদিকে শিশু ও কিশোরদের জন্য টিকার এই অনুমোদনকে বড় পদক্ষেপ উল্লেখ করে এফডিএ বলছে, ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় পদক্ষেপ।’

১২ থেকে ১৫ বছর বয়সী টিনএজারদের মধ্যে টিকা প্রয়োগের অনুমোদন দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রে আরও ১ কোটি ৩০ লাখ মানুষ টিকা নেওয়ার উপযুক্ত হলেন। ফলে শিশু-কিশোরদের স্কুলে ফিরিয়ে আনতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।