যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ানোয় ছয় জাতির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র আরও ১০ বছরের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোয় পরমাণু চুক্তিতে অংশগ্রহণকারী ছয় জাতির বৈঠক ডেকেছে তেহরান।

পরমাণু চুক্তির পর্যবেক্ষণকারী কমিশনের প্রতি বৈঠকে বসার লিখিত অনুরোধ জানিয়েছে তারা। নতুন করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টিকে চুক্তির শর্ত লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ এক খবরে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে চিঠি দিয়ে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিল কার্যকর হতে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর প্রয়োজন হবে না। তবে বিল কার্যকর হলেও ইরানের পরমাণু কার্যক্রম সীমিতকরণ চুক্তিতে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু তেহরানের দাবি, এতে স্পষ্টভাবে চুক্তির শর্ত লঙ্ঘিত হবে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান তার বিজ্ঞানীদের পরমাণু শক্তিধর নৌজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছে।

পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী, পরমাণু জ্বালানি ও সরঞ্জাম উৎপাদন প্রশমন করবে ইরান, বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ ১০ বাড়িয়ে চুক্তি বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কথাকথিত পরমাণু চুক্তি বাতিল করবেন তিনি।