যেকোন সময় পুলিশি জেরায় প্রিয়াঙ্কা-দীপিকা!

প্রিয়াঙ্কা-দীপিকা

বলিউড তারকাদের মধ্যে ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার। ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটার, দুই অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা অনেক। তাই প্রিয়াঙ্কা-দীপিকার নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেরও ছড়াছড়ি।

আর সেই অত্যাধিক ফলোয়ারের জন্যই এবার মুম্বাই পুলিশের নজরে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। খুব শিগগিরিই তাদের পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে বলে শোনা যাচ্ছে। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।

এরইমধ্যে দুই অভিনেত্রীর কাছে নোটিশ গেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিনেত্রী নাকি টাকা দিয়ে ফেক অ্যাকাউন্ট পুষছেন, শুধুমাত্রই অনুরাগী বাড়ানোর লক্ষ্যে। যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত মুম্বাই পুলিশের হাতে নেই। তবে এই সব ক’টি অ্যাকাউন্টই যে পেইড অর্থাৎ এগুলোর পেছনে কেউ টাকা ঢালছেন, তার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। আর সেই প্রমাণের কারণেই নাকি প্রিয়াঙ্কা ও দীপিকাকে হাজিরা দিতে হতে পারে থানায়।

মুম্বাইয়ের যুগ্ম-পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা এ রকম ৫৪টি ফার্ম খুঁজে পেয়েছেন, যারা এসব ফেক অ্যাকাউন্ট দেখাশোনা করে। তাই সোশ্যাল দুনিয়ায় এই ফেক আইডি চালানো ফার্মগুলোর কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।’

২০১২ সালের বক্স অফিস হিট ককটেল পাড়ুকোনের কর্মজীবনের সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়, যা তাকে সমালোচকদের কর্তৃক প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন এনে দেয়। তিনি হাস্যরসাত্মক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩), চেন্নাই এক্সপ্রেস (২০১৩) এবং হ্যাপি নিউ ইয়ার (২০১৪) চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন যা সর্বোচ্চ-আয়কারী বলিউড চলচ্চিত্রের তালিকায় স্থান নেয়।

প্রিয়াঙ্কা চোপড়া ১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক।তার পিতা পাঞ্জাবি এবং আম্বালার অধিবাসী ছিলেন। তার মাতা ঝাড়খণ্ডের অধিবাসী। তার নানী মধ্য জ্যোৎস্না অখৌরি ছিলেন সাবেক বিহার মন্ত্রীসভার সদস্য এবং নানা মনোহর কিষাণ আখৌরি ছিলেন সাবেক কংগ্রেস রাজনীতিবিদ। প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ তার থেকে সাত বছরের ছোট।