যেদিন থেকে মহাকাশে মানুষের পা পড়েছে

যেদিন থেকে মহাকাশে মানুষের পা পড়েছে, সেদিন থেকেই মহাকাশে মলমূত্রত্যাগ নিয়ে জেরবার পৃথিবীর সমস্ত মহাকাশবিজ্ঞান সংস্থা। বিশেষ করে নাসার ক্ষেত্রে এই সমস্যা একটু বেশিই, কারণ এখনও পর্যন্ত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় নাসার মহাকাশবিজ্ঞানীরাই সবচেয়ে বেশি সংখ্যায় পা রেখেছেন মহাকাশে। তাই মহাকাশচারীদের বর্জ্যত্যাগ নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি এই সংস্থারই।

উন্নত প্রযুক্তির কল্যাণে ইদানীং আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকঠাক টয়লেট ব্যবহারের সুযোগ পান মহাকাশচারীরা। কিন্তু এখনও বহু পরিস্থিতিতে দেড়-দু’দিন স্পেসস্যুটে বন্দি অবস্থায়, অত্যন্ত কষ্ট করেই দিন কাটাতে হয় তাঁদের। অনেক ক্ষেত্রেই তাঁরা ডায়পার ব্যবহার করেন কিন্তু একটি ডায়পার ২৪ ঘণ্টার বেশি সময় পরে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অতি সম্প্রতি রাশিয়ার তিন মহাকাশচারীকে টানা ৪৮ ঘণ্টারও বেশি আটক থাকতে হয়েছিল একটি স্পেস ক্যাপসুলে।

কাজাকস্থান থেকে উৎক্ষেপণ হওয়ার পরে ওই ক্যাপসুলটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছয় দু’দিন পরে। ওই গোটা সময়টি স্পেস ক্যাপসুলের ভিতর কোনও টয়লেট ছাড়াই কাটাতে হয়েছে মহাকাশচারীদের। সেখানে ছিল একমাত্র একটি পোর্টেবল টয়লেট যেখানে মূত্রত্যাগ করা সম্ভব হলেও মলত্যাগ অসম্ভব। কখনও কখনও এই সব ক্ষেত্রে একটি বিশেষ ধরনের প্রেশারাইজড স্পেসস্যুট পরে তবেই বর্জ্য নিষ্ক্রমণ করতে হয় মহাকাশচারীদের কিন্তু এই স্যুটগুলি এমনই যে, পরে ফেললে নিজের হাতটাও ঠিকঠাক ব্যবহার করা যায় না।

এই পরিস্থিতিতে নাসা কিছুতেই আরও উন্নত মহাকাশ অভিযান করতে পারবে না, যদি না অন্য কোনওভাবে বর্জ্যত্যাগের বিষয়টির সমাধান বের করা যায়। যেমন, আগামী মঙ্গল অভিযানে সপ্তাহখানেক টয়লেট-দর্শন না ঘটতে পারে মহাকাশচারীদের। সেই অবস্থায় টানা সাতদিন মলত্যাগ না করে থাকাটা অসম্ভব এবং অস্বাস্থ্যকর। তাই নাসা সন্ধানে রয়েছে এমন একটি অত্যাধুনিক পদ্ধতির, যার মাধ্যমে অন্তত ৬ দিন শরীর থেকে বর্জ্য নিষ্কৃত হবে অথচ মহাকাশচারীকে স্পেসস্যুট আনজিপ করতে হবে না বা হাতও ব্যবহার করতে হবে না।

এই উপলক্ষেই একটি প্রতিযোগিতা ঘোষণা করেছে নাসা। প্রযুক্তিবিদদের কাছ থেকে এই সংক্রান্ত আইডিয়া এবং ডিজাইন চাইছে সংস্থা। যাঁর আইডিয়া মনোনীত হবে, তিনি পুরস্কার-স্বরূপ ৩০,০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা পেতে পারেন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আইডিয়া ও ডিজাইন নাসার কাছে পাঠানো যাবে।

, সেদিন থেকেই মহাকাশে মলমূত্রত্যাগ নিয়ে জেরবার পৃথিবীর সমস্ত মহাকাশবিজ্ঞান সংস্থা। বিশেষ করে নাসার ক্ষেত্রে এই সমস্যা একটু বেশিই, কারণ এখনও পর্যন্ত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় নাসার মহাকাশবিজ্ঞানীরাই সবচেয়ে বেশি সংখ্যায় পা রেখেছেন মহাকাশে। তাই মহাকাশচারীদের বর্জ্যত্যাগ নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি এই সংস্থারই।

উন্নত প্রযুক্তির কল্যাণে ইদানীং আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকঠাক টয়লেট ব্যবহারের সুযোগ পান মহাকাশচারীরা। কিন্তু এখনও বহু পরিস্থিতিতে দেড়-দু’দিন স্পেসস্যুটে বন্দি অবস্থায়, অত্যন্ত কষ্ট করেই দিন কাটাতে হয় তাঁদের। অনেক ক্ষেত্রেই তাঁরা ডায়পার ব্যবহার করেন কিন্তু একটি ডায়পার ২৪ ঘণ্টার বেশি সময় পরে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অতি সম্প্রতি রাশিয়ার তিন মহাকাশচারীকে টানা ৪৮ ঘণ্টারও বেশি আটক থাকতে হয়েছিল একটি স্পেস ক্যাপসুলে।

কাজাকস্থান থেকে উৎক্ষেপণ হওয়ার পরে ওই ক্যাপসুলটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছয় দু’দিন পরে। ওই গোটা সময়টি স্পেস ক্যাপসুলের ভিতর কোনও টয়লেট ছাড়াই কাটাতে হয়েছে মহাকাশচারীদের। সেখানে ছিল একমাত্র একটি পোর্টেবল টয়লেট যেখানে মূত্রত্যাগ করা সম্ভব হলেও মলত্যাগ অসম্ভব। কখনও কখনও এই সব ক্ষেত্রে একটি বিশেষ ধরনের প্রেশারাইজড স্পেসস্যুট পরে তবেই বর্জ্য নিষ্ক্রমণ করতে হয় মহাকাশচারীদের কিন্তু এই স্যুটগুলি এমনই যে, পরে ফেললে নিজের হাতটাও ঠিকঠাক ব্যবহার করা যায় না।

এই পরিস্থিতিতে নাসা কিছুতেই আরও উন্নত মহাকাশ অভিযান করতে পারবে না, যদি না অন্য কোনওভাবে বর্জ্যত্যাগের বিষয়টির সমাধান বের করা যায়। যেমন, আগামী মঙ্গল অভিযানে সপ্তাহখানেক টয়লেট-দর্শন না ঘটতে পারে মহাকাশচারীদের। সেই অবস্থায় টানা সাতদিন মলত্যাগ না করে থাকাটা অসম্ভব এবং অস্বাস্থ্যকর। তাই নাসা সন্ধানে রয়েছে এমন একটি অত্যাধুনিক পদ্ধতির, যার মাধ্যমে অন্তত ৬ দিন শরীর থেকে বর্জ্য নিষ্কৃত হবে অথচ মহাকাশচারীকে স্পেসস্যুট আনজিপ করতে হবে না বা হাতও ব্যবহার করতে হবে না।

এই উপলক্ষেই একটি প্রতিযোগিতা ঘোষণা করেছে নাসা। প্রযুক্তিবিদদের কাছ থেকে এই সংক্রান্ত আইডিয়া এবং ডিজাইন চাইছে সংস্থা। যাঁর আইডিয়া মনোনীত হবে, তিনি পুরস্কার-স্বরূপ ৩০,০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা পেতে পারেন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আইডিয়া ও ডিজাইন নাসার কাছে পাঠানো যাবে।