‘যেসব দম্পতিদের দু’টির বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার থাকা উচিত নয়’

আন্তর্জাতিক ডেস্কঃ যোগগুরু রামদেব, যিনি বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হন। এবারও তিনি তেমনি মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয় রামদেব বলেছেন, ‘যেসব দম্পতিদের দু’টির বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার থাকা উচিত নয়।’

তার এমন মন্তব্যে ভারতজুড়ে আবারও শুরু হয়েছে নানা বিতর্ক। তবে যোগগুরু এখানেই থামেননি। বলেছেন, ‘যারা অবিবাহিত তাদের বিশেষ সম্মান দেয়া উচিত।’

রামদেবের কথায়, ‘এদেশে (ভারত) যারা বিয়ে করেন না, তাদের সম্মানিত করা উচিত। আর যে দম্পতিরা বিয়ে করেন, তাদের সাবধান করে দেয়া উচিত যে, দু’টির বেশি সন্তান হলে তাদের ভোটাধিকার থাকবে না।’

কিছুদিন আগেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ এক সভায় বলেছেন, প্রত্যেক মহিলাদের অন্ততপক্ষে ৪টি সন্তান থাকা উচিত। তার মধ্যে একজনকে সাধুদের কাছে দিয়ে দেয়া উচিত, আর একজনকে দেশের হয়ে লড়তে সীমান্তে পাঠানো উচিত। এবার রামদেব বললেন ভিন্ন কথা।

ভারতের এ যোগগুরু রামদেব দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। চলতি বছরের জুলাইয়ে সংবাদ মাধ্যমটিতে ‘দ্য বিলিয়নিয়ার যোগি বিহাইন্ড মোদিস রাইস’ শিরোনামের ওই প্রতিবেদনে মোদির পরে দেশের দায়িত্ব নেয়ার একমাত্র যোগ্য উত্তরসূরি হিসেবে তাকে উল্লেখ করা হয়।