যৌতুকের মামলায় আরাফাত সানীর বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক : যৌতুক আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানীকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালত এ সমন জারি করেন।

গত ৫ জানুয়ারি আরাফাত সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আরাফাত সানীর সঙ্গে তার মা নার্গিস আক্তারকেও আসামি করা হয়। তবে আদালত শুধু আরাফাত সানীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেছেন।

গত রোববার সাভারের আমিনবাজারের বাসা থেকে আরাফাত সানীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যৌতুক আইনে মামলা সম্পর্কে নাসরিন সুলতানার আইনজীবী মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, আসামি আরাফাত সানীর সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বাদীর বিয়ে হয়। বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। কিন্তু আরাফাত সানীর পরিবার বিয়ে মেনে নিতে চায়নি। পরে আরাফাত সানী বাদীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিলে তার মা বাদীকে ঘরে তুলে নেবে বলে জানান আরাফাত সানী।

শুনানিকালে ওই আইনজীবী আদালতে নাসরিন সুলতানা ও আরফাত সানীর বিয়ের কাবিননামা উপস্থাপন করেন।