রংপুর সিটি নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে

আজ সোমবার সকাল থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী ২২৯টি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

রংপুর পুলিশ লাইন্স মাঠ ও লালকুঠি স্কুল এন্ড কলেজ থেকে এসব নির্বাচনী সামগ্রী গ্রহণ করে প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট ভোট কেন্দ্রে।

রোববার রাত ১২টা থেকে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। কাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ১৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোটা নির্বাচনী এলাকায় বিজিবি, র‍্যাব ও পুলিশের টহল শুরু হয়েছে।

অন্যদিকে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরায় মনিটরিংয়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ২২৯টি কেন্দ্রের মধ্যে ৮৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি ব্যবস্থা হিসেবে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ব্যাহত করতে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। আগামীকাল মঙ্গলবার ২২৯টি কেন্দ্রের ১,৩৪৯টি কক্ষে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এছাড়াও সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।