রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের এখন ব্যাংকগুলো ডলার সংকটের কারণে এলসি করতে পারছে না। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এলসি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিবো। এ ছাড়াও একটি সমন্বিত কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। যেভাবেই হোক রমজান মাসে আমাদের জিনিসপত্রের দাম যাতে আর না বাড়ে সে চেষ্টা করতে হবে।’

এ সময়ে বাজারে চিনির সংকট নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ফেরেশতা নয়। আমরা দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেটা কার্যকর হচ্ছে না। এজন্য আমাদের মনিটরিং আরও বাড়াতে হবে।’

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা অংশ নেন।