রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। বুধবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করেছে।

এরা হলেন, ফ্রান্সের ইউনিভার্সিটি অব স্ট্রাসবর্গের শিক্ষক জ পিয়েরে সভেজ, যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্যার জে ফ্রেসার স্টডার্ট এবং নেদার‌ল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের বার্নার্ড এল ফেরিঙ্গা।

নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, আনবিক যন্ত্রে দেখা যায় এমন অতিক্ষুদ্র যন্ত্রের ডিজাইন ও এর নির্মাণের জন্য তাদেরকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। তারা যে যন্ত্রটি আবিষ্কার করেছেন তা চুলের চেয়েও হাজার গুন বেশি সরু। তাদের আবিষ্কৃত যন্ত্রটি নিয়ন্ত্রণযোগ্য এবং শক্তি সঞ্চার করা হলে এটি সুনির্দিষ্ট কাজ করতে সক্ষম।

পুরস্কার বাবদ মোট ৮০ লাখ ক্রোনার ( ৭ লাখ ২৭ হাজার পাউন্ড) পাচ্ছেন এই তিন বিজ্ঞানী। তবে এই অর্থ তাদেরকে সমান ভাগে ভাগ করে নিতে হবে।