রসায়ন খাতের দুই কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস

অর্থনৈতিক প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দুই কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে। এগুলো হলো বেক্সিমকো ফার্মা এবং এসিআই লিমিটেড।

রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএল সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ১১ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০১৬ পর্যন্ত ছয় মাসের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে জানুয়ারি, ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৮ মাসের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসিআই লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।