রাখি সাওয়ান্তের গ্রেপ্তারকে ঘিরে তৈরি হয় ধুম্রজাল

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের গ্রেপ্তারকে ঘিরে তৈরি হয় ধুম্রজাল। প্রথম শোনা যায়, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তার মুখপাত্র জানান, তিনি থানায় আত্মসমর্পণ করেছেন। পরবর্তীতে গুঞ্জন ওঠে গা ঢাকা দিয়েছেন তিনি।

এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাখি সাওয়ান্ত। এ সময় তিনি বলেন, ‘আমি জানতে চাই, পুলিশ কেন আমাকে খুঁজবে? আর আমি কোথায় যাব? আমি হিন্দুস্তানের মেয়ে, হিন্দুস্তানেই আছি। আমি মুম্বাইয়ে শুটিং করছিলাম। অন্য কোথাও যাইনি। ২০১৬ সালে একটি কথা বলেছিলাম এবং এর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ২০১৭ সালে। আমি এটি হাতে পাইনি।’

তিনি আরো বলেন, ‘পুলিশ আমার সঙ্গে দেখাও করেননি, আমি কোনো গ্রেপ্তারি পরোয়ানাও পাইনি। আমাকে তলব করাও হয়নি, কোনো চিঠিও পাইনি। আমি এটা স্বপ্নে জানতে পারব? আমি টিভিতে দেখলাম, আমাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। আমি ওশিয়ারা থানায় গিয়েছিলাম। আইনে আছে, আপনার বিরুদ্ধে কোনো মামলা নিয়ে যদি সন্দেহ থাকে তা হলে পুলিশের কাছে যেতে হবে। আমি তাদের কাছে আত্মসমর্পণ করি। এমনকি তারাও কোনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি।’

রাখি জানান, একদল আইনজীবী তাকে হয়রানি করার জন্যই এমনটা করছে। এ ছাড়া তিনি বাল্মিকি সম্প্রদায়কে আঘাত করে কিছু বলেননি। পুলিশও তার খোঁজে আসেনি।

রাখির দাবি, প্রচারের জন্য তিনি কিছু করছেন না। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহর কাছে সাহায্য চান তিনি।

এ প্রসঙ্গে রাখি বলেন, ‘আমি লুধিয়ানাতে গিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। কারণ আমি প্রচার চাই না। আমার মনে হয়েছে, আমি হাঁচি দিলেও আমার বিরুদ্ধে সেখানে মামলা হয়ে যাবে। আমি যদি মামলার কথা জানতাম. তা হলে একজন আইনজীবী নিয়োগ দিতাম। আমি হতাশ হয়ে পড়েছি। আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করছে, আপনি তো জেলে ছিলেন তাই না! আমি সরকারের কাছে আবেদন করতে চাই, মোদিজির কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার নাগরিকের সঙ্গে কী হচ্ছে? আপনি ক্ষমতায় আছেন, আর কিছু মানুষ সুযোগ নিচ্ছে। আমি মোদিজি ও আমিত শাহজির কাছে আবেদন করতে চাই, আমাকে হয়রানি করা হচ্ছে, দয়া করে দেখুন। আমি সব সময় বিজেপির সমর্থন করে এসেছি, সুতরাং দয়া করে আমাকে সাহায্য করুন।’