রাঙ্গুনিয়ায় ১৪১ গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যান জব্দ

চট্টগ্রাম : অবৈধভাবে কাভার্ডভ্যান থেকে সিএনজি গ্যাস বিক্রির দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১৪১টি সিলিন্ডারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দবাড়ি এলাকা থেকে এসব গ্যাস সিলিন্ডার ও কাভার্ডভ্যান জব্দ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী।

ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী জানান, বিভিন্ন যানবাহনে কাভার্ডভ্যান থেকে গ্যাস বিক্রির উদ্দেশে নিয়ে যাবার সময় সিলিন্ডারসহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। ওই গাড়িতে ১৪১টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। সিলিন্ডারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে কাভার্ডভ্যান থেকে চালকসহ অন্যরা পালিয়ে যায়। জব্দকৃত গ্যাস সিলিন্ডারগুলো ধ্বংস করার জন্য কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ সেপ্টেম্বর বুধবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে দুজনকে ৩ মাসের কারাদ- এবং ১৫৯টি সিলিন্ডার জব্দ করা হয়েছিল।