রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে উন্মুক্ত মার্কেটের প্রায় ৫০টি দোকান এবং নির্মাণ সামগ্রী বিক্রেতাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ  করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। মোহাম্মদপুরের খিলজি রোডে অভিযান চালিয়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত পার্টি অফিসসহ বেশকিছু ঘর উচ্ছেদ করা হয়।

বাবর রোডে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে উন্মুক্ত মার্কেটের প্রায় ৫০টি দোকান এবং দেড় কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার পাশের নির্মাণ সামগ্রী বিক্রেতাদের অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর অধীনে ফুটপাত অবৈধ দখলের অভিযোগে ২টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে ২টি মামলাও করা হয়।

শ্যামলী রিংরোডের পাশে বায়তুল ফালাহ মাদরাসা সংলগ্ন কয়েকটি বন্ধ দোকান মালিককে ১৫ দিনের সময় দিতে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।