রাজধানীতে অস্থির চালের বাজার

রাজধানীতে অস্থির চালের বাজার, সপ্তাহ ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তায় ১৫০-৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভোক্তাদের হিমশিম খেতে হচ্ছে।

খুচরা-পাইকারি বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকরা যোগসাজশে বাজার নিয়ন্ত্রণ করছে।

ধান সংগ্রহ থেকে শুরু করে চাল বাজারে আসা পর্যন্ত প্রতিটি ধাপে সরকারের কঠোর তদারকির দাবি জানান তারা।

সপ্তাহ ব্যবধানে চিকন-মোটা সব ধরনের চালের দাম কেজিতে ৩-৬ টাকা এবং ৫০ কেজির বস্তায় ১৫০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৬৬-৭০ টাকায়, নাজিরশাইল ৭৫-৮৫ টাকায়, ব্রি-২৮ ৫২-৫৫ টাকায় আর পোলাওয়ের চালের দাম পড়ছে ১১০-১১৫ টাকা।