রাজধানীতে আজও গণপরিবহন সঙ্কট

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের প্রভাব আজও পড়েছে রাজধানীতে। নিরাপত্তার অজুহাতে গত বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। ফলে আজও রাজধানী গণপরিবহন শূন্য। আজ সকাল থেকে শুধু বিআরটিসি ও ট্রাস্ট পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা গেছে। পর্যাপ্ত গাড়ি না থাকায় সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। প্রয়োজনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়া মানুষ ও অফিসগামী মানুষ পরিবহন না পাওয়ায় পড়েছেন চরম ভোগান্তিতে। কেউ পায়ে হেঁটে, কেউ বা সিএনজি অটোরিকশা, রিকশায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে রওনা দিচ্ছেন। অনেককে আবার কাভার্ডভ্যান ও পিকআপে চড়েও গন্তব্যে যেতে দেখা গেছে। গতকাল রাতে চললেও আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাস চলাচল। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে আন্তঃনগর কিংবা দূরপাল্লার অধিকাংশ বাস ছেড়ে যায়নি। তবে বেশ কিছু বাস সকালে ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। ভাঙচুরের আশঙ্কায় গাড়ি নামানো হয়নি বলে দাবি পরিবহন মালিকদের। বাস-ট্রাক মালিক সমিতির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, শিক্ষার্থীদের এই আন্দোলনে যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ‘নিরাপত্তাহীনতা’র কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠী ও শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। রাস্তা অবরোধ করে। আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর বাইরের বিভাগ ও জেলা শহরেও। বাংলাদেশ বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, অঘোষিতভাবেই বন্ধ রয়েছে বাস চলাচল। সাংগঠনিক সিদ্ধান্ত না। অনিরাপদ মনে করায় পরিবহন বন্ধ রেখেছেন মালিকপক্ষ। তিনি বলেন, পরিস্থিতি অস্বাভাবিক ও অনিরাপদ হলে কী করে রাস্তায় বাস নামাব? পরিস্থিতি দেখছি। সবার মধ্যে আতঙ্ক। একটা বাস পুড়লে বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি তো ভাই আমাদেরই না কি ? স্বাভাবিক হলে পরিবহন চলাচলও স্বাভাবিক হবে।