রাজধানীতে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী এলাকার মুরাদপুরে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, পলাতক রয়েছেন আরও ৩ আসামি।

বুধবার (২৮ জুলাই) দিনগত মধ্যরাতে ওই গার্মেন্টস কর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ১৯ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী যাত্রাবাড়ী এলাকায় থাকেন। এলাকারই একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি।

গত মঙ্গলবার (২৭ জুলাই) তারিখ সন্ধ্যায় আকাশ (২০) নামে পূর্ব পরিচিত এক যুবক মুঠোফোনে তাকে ডেকে নেয়। এরপর সেখান থেকে মুরাদপুরের একটি বাড়ির ছাদে নিয়ে তাকে গণধর্ষণ করে।

তিনি বলেন, ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। বাকি ৩ আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।