রাজধানীতে বাতিঘরের শীতমেলা ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে একদিনের শীতমেলার আয়োজন করতে যাচ্ছে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়। আগামী ২৮ জানুয়ারি শনিবার লালমাটিয়ার নিউ কলোনি মাঠে বসবে এই মেলা।

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক তামান্না সেতু সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঋতু বৈচিত্র্যের এই বাংলায় শীতে পৌষমেলা উদযাপনের প্রচলন বহুদিনের। বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্র বরাবরই বাংলার এসব নিজস্ব ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচিত করতে নানান আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এই শীতে আগামী শনিবার আয়োজন করা হয়েছে শীতমেলা।

লালমাটিয়া বি-ব্লকের মাঠে (ফায়ার সার্ভিসের পেছনে) এই মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুধুই দেশীয় ঐতিহ্য ও হরেক পণ্য থাকবে এই মেলায়। থাকবে পিঠাপুলি, শাড়ি, হাতের কাজের পোশাকসহ নানা দেশি অনুষঙ্গ।

এরই মধ্যে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিশুরা মেলার প্রস্তুতি নিচ্ছে বলে তামান্না সেতু জানিয়েছেন।