রাজধানীতে বিশেষ অভিযান চোরাইচক্রের ১২ সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোরাইচক্রের ১২ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আটককৃতরা হলেন- মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, মো. শাহ আলম, মো. ঈমান আলী, মো. ওহিম, মো. আলাউদ্দিন, মো. নাসির, মো. বাহাদুর হাওলাদার, মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজি, চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ির বাজার দাম প্রায় ৩৫ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সিএনজি ড্রাইভারদের কৌশলে চায়ের সঙ্গে নেশাজাতীয় ঘুমের ওষুধ খাওয়ায়ে অটোরিকশা চুরি করতো। পরবর্তী সময়ে সিএনজি মালিকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে ৬০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে গাড়ি ফেরত দিত।