রাজধানীতে ভবনের বিশেষ অংশ এক কিশোরী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের শাহআলীতে পরিত্যক্ত ভবনের অংশ বিশেষ ধসে পড়ে পাশের বাড়ির এক কিশোরী মারা গেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ধসে পড়া ইটের আঘাতে কলসুমা আক্তার নিশি (১৫) গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে থেকে জানা যায়, মিরপুরের শাহআলীতে পরিত্যক্ত সরকারি একটি ভবনের পাশে টিনশেডের বাসায় নিশির পরিবার থাকে। রাত আড়াইটার দিকে ওই ভবনের অংশ নিশিদের ঘরের উপর ধসে পড়ে। এতে ইটের আঘাতে তার মাথা থেতলে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নিশির মা চিকিৎসাধীন রয়েছেন। নিশির লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।