রাজধানীতে মেয়র মোহাম্মদ হানিফ মসজিদ স্থাপন

নিজস্ব প্রতিবেদক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের নামে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আজিমপুর কবরস্থানে দুইতলা বিশিষ্ট এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মসজিদটি নির্মিত হলে এলাকার প্রায় এক হাজার ৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া মসজিদটিতে ৩২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, একটি লিফট ও ৪২ জনের ওযু করার জায়গা থাকবে।

মসজিদটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।