রাজধানীতে যুবদলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১৫ আগস্ট জন্মদিন পালন করা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড় গিয়ে শেষ হয়।

মিছিলে সংগঠনটির নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান দুলাল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম স্বপন, সৈয়দ আবেদিন প্রিন্স, বাড্ডা থানা সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শেরেবাংলা থানার সভাপতি মো. সজিব, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মান, বনানী থানার যুবদল নেতা হুমায়ুন কবিরসহ শতাধিক যুবদল নেতা-কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন করা নিয়ে করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।