তিন দফা লকডাউন

রাজধানীতে সচল গণপরিবহন

টানা তিন দফা লকডাউন শেষে বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় রাজধানী ঢাকার রাস্তায় নামল গণপরিবহন। মহামারি করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন শুরু হয়।

তবে রাজধানীতে গণপরিবহন খুললেও আন্তঃজেলার মধ্যে বাস চলাচল খুলছে না। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু জেলার ভেতর গণপরিবহন চলাচল করতে পারবে। আন্তঃজেলার পাশাপাশি যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচলও বন্ধ থাকবে।