রাজধানীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

রাজধানীর সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’র প্রাভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (৩০ মে) বিকেল ৩টার দিকে শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনের রাস্তা দৌড়ে পার হবার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত ওই নারীকে গাড়ি চালকই ঢাকা মেডিকেলে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। চালক জানিয়েছে, সে উবারের মাধ্যমে রাইড শেয়ারিং করতো। আর ধারণা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় ওই নারী ভবঘুরে। তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।