রাজধানীতে ৪টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্যুয়ারেজ সেবা বাড়ানোর লক্ষ্যে ৪টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা নগরীতে বর্তমানে শতভাগ স্যুয়ারেজ সিস্টেম নেই। স্যুয়ারেজ সেবা বাড়ানোর লক্ষ্যে একটি স্যুয়ারেজ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেই আলোকে ঢাকার চারপাশে কমপক্ষে ৪টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই পরিকল্পনার অংশ হিসেবে দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টটির কাজ চলছে। পর্যায়ক্রমে বাকিগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, ‘ঢাকা ওয়াসা একটি সেবাপ্রদানকারী সংস্থা হিসেবে নগরবাসীকে শতভাগ পানি সরবরাহ করে আসছে। ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচির মাধ্যমে ঢাকা ওয়াসা এ সফলতা অর্জন করেছে। সেই সঙ্গে ড্রেনেজ ও স্যুয়ারেজ সেবা প্রদানের কাজও করছে। ঢাকা ওয়াসার আওতাধীন ২৬টি খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, ওয়াটার ড্রেনেজ ও স্থায়ী পাম্পিং স্টেশনগুলোর মাধ্যমে রাজধানীর ১৫০ বর্গকিলোমিটার এলাকায় ড্রেনেজ সেবা দিয়ে যাচ্ছে।’