রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজে বাসায় আগুন, দগ্ধ ৩

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বাসায় আগুন লেগে নানা-নাতিসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ জুলাই) রাতে উত্তরখান বড়বাগের একটি টিনসেড বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৬০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান ইসলাম (৪)।

দগ্ধ সাফওয়ানের মা লামিয়া আফরিন বৈশাখি জানান, উত্তরখান বড়বাগে তাদের নিজস্ব টিনসেড বাসা। বাসায় লাইনের গ্যাসের সমস্যার কারণে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বুধবার রাতে বাসায় গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তারা। এ সময় তার বাবা আব্দুল মালেক রান্না ঘরে দিয়াশলাই জ্বালিয়ে দেখছিলেন কোথা থেকে লিকেজ হচ্ছে। তখনই আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা ৩ জন দগ্ধ হন।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, গত রাতে শিশুসহ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এদের মধ্য সাফওয়ানের ১৮ শতাংশ, মালেকের ২০ শতাংশ ও নাজমা বেগমের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।