রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৩ রোগী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ  রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৩৩ রোগী ভর্তি হয়েছেন। তবে হাসপাতোলে মোট ১৯১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়।

রোববার (২৮ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জাগো নিউজকে জানান, এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৯১ জন। এর মধ্যে মহিলা ওয়ার্ড ইউনিট ওয়ানে ২২ এবং ইউনিট টুতে ভর্তি রয়েছেন ২৪ জন। পুরুষ ওয়ার্ড ইউনিট ওয়ানে ৩৭ এবং ইউনিট টুতে ভর্তি আছেন ৪৩ জন। বাকি কয়েকজন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক হতে পারে কিন্তু সেই তুলনায় মৃত্যুর হার অনেক কম। দেশে বন্যা পরবর্তী ডায়রিয়ার প্রকোপ বেড়ে যত সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে। ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা তার চেয়ে অনেক কম।

জামিল আহমেদ বলেন, চলতি বছর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত একজন রোগীও মারা যায়নি।