রাজধানীর পঙ্গু হাসপাতালের ওষুধ চুরি, পরিচ্ছন্নকর্মী আটক

নিজস্ব প্রতিবেদকঃ পরিচ্ছন্নতার আড়ালে হাসপাতালের ওষুধ চুরির অভিযোগে রাজধানীর পঙ্গু হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।
রোববার (১৫ মার্চ) রাতে র‌্যাব-২ (সিপিসি-২) অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে আটটায় পঙ্গু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে পরিচ্ছন্নকর্মী মো. আবদুর রব (৪৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক আবদুর রব পঙ্গু হাসপাতালের কিছু অসাধু ওয়ার্ড কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের সহযোগিতায় হাসপাতালের ওষুধ চুরি করতেন। পরিচ্ছন্নতার নাম করে তিনি অসাধু ওয়ার্ড  কর্মীদের সহযোগিতায় হাসপাতালের ঔষধ ময়লা টানার ছোট ট্রলিতে করে ময়লার ভিতরে করে বাইরে নিয়ে আসতেন। একটি ছোট টিনের ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তিনি ওষুধ জমা করে রাখতেন। পরে সুযোগমতো ওষুধ বিক্রি করতেন।