রাজধানীর ভাটারায় ফার্মেসিতেই ছটফট করে মারা গেলেন ক্রেতা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই ছটফট করে মারা গেছেন আব্দুর রশিদ (৪৫) নামে ব্যক্তি।

তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি নতুনবাজার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নতুন বাজার ১০০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে গিয়ে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বিগ ফার্মায় ওষুধ কিনতে গিয়ে তিনি পড়ে যান। উপস্থিত কয়েকজন তার মাথায় পানি দেওয়ার চেষ্টা করেন। পরে ফার্মেসি থেকে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।