রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে আর্বজনার স্তুপ

স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ যেন ভাগাড়। হকারদের দখলে অধিকাংশ এলাকা। নানা স্থানে ফাটলে পুরোনো ভবনগুলো শঙ্কা জাগাচ্ছে দুর্ঘটনার। আইনজীবী ও আদালত কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এমন বেহাল দশা হলেও তোয়াক্কা করছে না কর্তৃপক্ষ। চারপাশে আর্বজনার স্তুপ, নোংরা পানি ছড়াচ্ছে দুর্গন্ধ। রাস্তার পাশের আবর্জনাগার বা ভাগাড় থেকে নয়, বরং রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দেখা গেছে আবর্জনার স্তুপ।

শুধু প্রাঙ্গণই নয়, আদালতের এজলাসের দরজার পাশেও জমে আছে ময়লা। বাইরের বারান্দায় পড়ে আছে পাশের টয়লেটের নোংরা কমোডও। দুর্ভোগ আরো বাড়াচ্ছে ভাসমান হকারদের দখলদারি।

বিচারালয়ের এমন বেহাল দশায় ক্ষুব্ধ আইনজীবী ও আদালত কর্মকর্তারা।

একজন জানান, প্রতিদিনই আমরা আবর্জনার মধ্যে বসবাস করছি। পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য অনেক লোক আছে, কিন্তু কেউ কাজ করে না।

কেন এ হাল? জানতে চাইলে পিপির অভিযোগ, বার বার বলার পরও টনক নড়ছে না দায়িত্বশীল কর্তৃপক্ষগুলোর।

আদালতের বেশিরভাগ ভবনের দেয়াল আর পিলারে দেখা দিয়েছে ফাটলও। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।