রাজধানীর মিরপুরে ভোক্তার অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমনা

ষ্টাফ রিপোর্টার ঃ  বানিজ্য মন্ত্রনালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত জনাব বাবলু সাহা (অতিরিক্ত সচিব) এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল। মিরপুর-১৩ এ অবস্থিত নূর ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঐষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আহসান ফার্মেসিকে ২০ হাজার টাকা, প্রাইম ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।