রাজধানীর রাজধানীর আব্দুল্লাহপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

রাজধানীর আব্দুল্লাহপুরে পেট্রলপাম্প এলাকায় কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ও ডালিমের রুমমেট মনছু বিল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডালিমের ছোট ভাই আলিম বলেন, আমার ভাই একটি গার্মেন্টসে চাকরি করতেন। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে পেট্রলপাম্প এলাকায় তার পিঠে ছুরিকাঘাত করে মনছু বিল্লাহ। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

পরে ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনসুর আলী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিম আরও জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায়। বাবার নাম মো. সুরুজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, প্রথমে শুনেছিলাম ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে। পরে জানতে পারলাম ডালিম ও মনছু একই বাসায় থাকতেন। বাসায় কোনো বিষয় নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। পরে গতকাল রাতে আব্দুল্লাহপুর পেট্রলপাম্পের পাশে ডালিমকে পেছন থেকে ছুরিকাঘাত করে মনছু। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক মনছু বিল্লাহকে আটক করা হয়েছে। একটি মামলাও প্রক্রিয়াধীন।