রাজধানী উত্তরখান, দক্ষিনখানে গড়ে উঠেছে অসংখ্য কারখানা সরকার হারাচ্ছে রাজ্জস্ব।

নিউস ডেস্কঃ রাজধানীর ঢাকা উত্তরখান, দক্ষিণখান তুরাগ ও খিলক্ষেত থানা-এলাকাতে গড়ে উঠেছে অসংখ্য পরিমানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ফ্যক্টরী ও কারখানা আর এই সমস্ত কারখানাগুলো থেকে সরকার হারাচ্ছে লক্ষ্য লক্ষ্য টাকার রাজস্ব। দেখার মত কেউ নেই তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজ খবর নিয়ে অনুসন্দান করলে উম্মোচিত হতে পারে তাঁর রহস্য। আমাদের প্রতিবেদক ক্লান্ত পথিক জানান এই সকল ছোট বড় মাঝরী কারখানা গুলোতে তৈরী হচ্ছে জনগনের  নিত্য প্রয়োজনীয় সকল ধরনের ভোগ্য পন্য। যাহা নিম্মানের যাদের নেই কোন বি এস টি আই এর অনুমোদন, পরিবেশ মন্ত্রনালয়ের  ছাড় পত্র নেই অগ্নী নির্বাপক যন্ত্র আছে শুধু মাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স। নেই টিন/ভ্যাট সার্টিফিকেট, চলছে শিশু শ্রম, এই সকল কারখানার কারনে পরিবেশ দূষনের  মাত্রা দিন দিন বেড়েই চলছে। তাদের প্রতিকারের দাবি এলাকার শুশিল জনগনের ।