রাজনীতিতে জনগণের অংশগ্রহণ জরুরিঃ জি এম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের স্বার্থে ও কল্যাণের জন্যই রাজনীতিতে জনগণের অংশগ্রহণ জরুরি। কারণ জনগণই এ রাষ্ট্রের অংশীদার। তাদের চাহিদা তাদেরকেই পূরণ করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে প্ল্যানেট ফিডস এ- প্ল্যান এগ্রো লিমিটেড আয়োজিত পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, নিজ স্বার্থে, দেশের স্বার্থে রাষ্ট্রের সবকিছুতেই জনগণের প্রতিনিধিত্ব থাকা উচিত। নিজেদের রাজনীতি-রাষ্ট্র থেকে আলাদা ভাবার সুযোগ নেই। কারণ এই রাজনীতিই রাষ্ট্রকে পরিচালনা করছে। তা ছাড়া দেশের যে কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণ যদি এক থাকে তাহলে সরকার অনায্য কিছুই করতে পারে না।

কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক শাহ্ হাবিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা ও কোম্পানির পরিচালক মো. হাফিজ মাস্টার, শাহ্ ফরহাদ হাবীব, মাসুদুল হাসান, মোসলেহ উদ্দিন প্রমুখ।