রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে যা জানালেন ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদকঃ রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের দূরত্ব ঘোচাতে সংলাপের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলেও জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংলাপের আর কোনো উদ্যোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে। রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। আমরা তফসিলসহ অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে কমিশনার বলেন, আমরা আশা করবো সব দল নির্বাচনে আসুক।

তফসিল নিয়ে এখনও আলোচনা হয়নি জানিয়ে আনিছুর বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এই কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পর আমরা এটা নিয়ে বসবো।