রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রোববার ভোর ৬টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার লালাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আলুভর্তি একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। পথে গোদাগাড়ীর লালাদীঘি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রায় ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী জানান, দুর্ঘটনায় বাস-ট্রাকের চালক ও হেলপারসহ ৭-৮ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।