রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির প্রয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির প্রয়োগ এবং এ সংক্রান্ত যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের নিচতলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসনাত কবীর প্রতিষ্ঠিত ‘থ্রিডি প্রিন্টিং ল্যাবরেটরি’ এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে দুইটি থ্রিডি প্রিন্টিং মেশিন বসানো হয়। যেটা নির্দেশাবলী অনুযায়ী বিভিন্ন ধরনের স্থাপত্য যেমন- জাতীয় স্মৃতি সৌধ, রাবি শহীদ মিনার, মানুষের হৃৎপিণ্ড, তাজমহল প্রভৃতি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করছে। একটা রোবটিক যন্ত্র দেখানো হয়। যেটা কোনো মালামাল এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে সক্ষম। একটা ড্রিল মেশিনের প্রায়োগিক দিকগুলো দেখানো হয়।

প্রদর্শনীর আয়োজক কমিটির সদস্য ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি সম্পর্কে তেমন ধারণা নেই। এই প্রদর্শনী তাদের এ সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে।

অধ্যাপক ড. মো. হাসনাত কবীর বলেন, থ্রিডি প্রিন্টিং শিক্ষা এবং গবেষণায় কীভাবে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়োগ ঘটাতে পারে, সেই লক্ষ্যে এই ল্যাব তৈরি করেছেন।