রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এই ফল ২০১৩ সালের পর সর্বনিম্ন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব আনোয়ারুল প্রামাণিক জানান, রাজশাহী বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ৫৯০ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন। পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৭৫ জন এবং ছাত্রী ৮ হাজার ২৭৪ জন। ২০১২ সালে পাসের হার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ। ২০১৩ সালে ছিল ৯৪ দশমিক ০৩ শতাংশ। ২০১৪ সালে ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ এবং ২০১৬ সালে ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ।

রাজশাহী বোর্ডে এবার মোট ১৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। প্রতিবন্ধী ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। ২ হাজার ৬৩৩টি স্কুলের মধ্যে ৪২৯ স্কুলের সব পরীক্ষার্থীই পাস করেছে। আর একটি স্কুলের কোনো পরীক্ষার্থীই পাস করেনি। এবার মোট কেন্দ্র ছিল ২৩২টি।

সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।