রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন, উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা পরবর্তী সময়ে অসুস্থতায় দুজন মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার দুজন। ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪৫ জন।

এদিকে, গতকাল বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।