রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও কমেছে এইচএসসি পরীক্ষায় পাসের হার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও কমেছে এইচএসসি পরীক্ষায় পাসের হার। কমেছে জিপিএ-৫ ও। এ বছর বোর্ডের পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন।

গত বছর এ বোর্ডের পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পায় ৬ হাজার ৭৩ জন পরীক্ষার্থী। এর আগে ২০১৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৫০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুসারে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ সাত হাজার ৯০ জন। এক বছরে পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার ৫২৬ জন।

এবার পরীক্ষায় অংশ নেয় ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন।

এবছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৮৩৬ জন। এ ছাড়া মানবিক বিভাগে ছিল ৬৮ হাজার ৫৪৮ জন এবং বাণিজ্যে ২১ হাজার ২৩২ জন।