রাজস্ব আদায়ের জন্যই ‘ব্যবস্থাপনা’ ডিজিটালাইজেশন

সচিবালয় প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমানে প্রচলিত ব্যবস্থাপনায় সিটি করপোরেশন ও পৌরসভাসমূহে প্রায় সিংহভাগ রাজস্ব আদায় করা সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘রাজস্ব আদায়ের জন্যই হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এটা সব সিটি করপোরেশনে বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনা অটোমেশন করা হলে এ খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি ৭০-৮০ শতাংশ কমে যাবে। তা ছাড়া সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের রাজস্ব আদায়ে ডিজিটালাইজেশনই একমাত্র পথ।’

অটোমেশনের ফলে একটি নির্দিষ্ট ডাটাবেজের মাধ্যমে রাজস্ব দাতা ও রাজস্ব গ্রহীতা উভয়েই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে চলে আসবে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি রাজস্ব আদায়ে এর সুফল সবাই ভোগ করবে। এই অটোমেশন চালু হওয়ার ফলে রাজস্ব আদায়ের ব্যবস্থাটি হাতের নাগালে চলে আসল।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণে এ অটোমেশন একটি বড় পদক্ষেপ। আমাদের সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে এর আর্থিক সক্ষমতা ও কর্মচঞ্চলতা বাড়াতে হবে।’

‘রাজস্ব আদায় ও হিসাব ব্যবস্থাপনায় অটোমেশনের ফলে এ লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহ এক ধাপ এগিয়ে গেল। আমরা পর্যায়ক্রমে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে অটোমেশনের আওতায় নিয়ে আসব,’ যোগ করেন মন্ত্রী।

প্রকল্প পরিচালক আব্দুল খালেক বলেন, ‘এটি ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি নতুন দিগন্তের সূচনা করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে রাজস্ব ও হিসাব ব্যবস্থাপনায় অটোমেশন চালু হলে রাজস্ব আয় তিন গুণ বৃদ্ধি পাবে। সম্পূর্ণ ডিজিটালাইজড্ হওয়ার কারণে হিসাব ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে সিস্টেম লস তিন গুণ কমে যাবে। প্রতিষ্ঠানসমূহের আর্থিক কাঠামো রাতারাতি বদলে যাবে ও প্রতিষ্ঠাসমূহ আর্থিকভাবে অনেক সক্ষমতা অর্জন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম নাসরিন আক্তার (অতিরিক্ত সচিব) এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।