রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কে রাজাপুর উপজেলার পিংড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক উপজেলার আলগি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (১৮) ও মোটরসাইকেল আরোহী পটুয়াখালীর রুহুল আমিনের ছেলে খলিল হোসেন (৩৫)। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী উত্তর পিংড়ি গ্রামের সোবাহান হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (১৫) আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে গতিরোধক নির্মাণের দাবি করে। পুলিশের আশ^াসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছে।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আবুল খায়ের রাসেল জানান, মোটরসাইকেল চালকসহ তিনজনকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত শারমিন আক্তারকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত ) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেল চালক সজীব দুজন আরোহী নিয়ে ভান্ডারিয়া থেকে উত্তর পিংড়ি যাওয়ার সময় পিংড়ির মিলবাড়ি এলাকায় ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি তদন্ত।