রাণীশংকৈলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ২ ইটভাটায় জরিমানা

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইট ভাটার মালিককে মোট (৩ লক্ষ) টাকা জরিমানা  আদায় করা হয়েছে।
সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ইটভাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন, রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা। প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী।
রাণীশংকৈল থানার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বরত অফিসার গণ।