রাত পোহালেই লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:জেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই। জনপ্রতিনিধিরা ভোট দিয়ে পছন্দের ব্যক্তিকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে ১৫ টি কেন্দ্রের ৩০ টি বুথে (কক্ষে) ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন ও মহিলা সদস্যা পদে ১৫ জন প্রার্থী অংশ নিয়েছে। ৪৫ ইউনিয়ন পরিষদ, ৫ টি উপজেলা পরিষদ ও ২ টি পৌরসভার ৬ শত ২৬ জন জন প্রতিনিধি ভোট প্রদান করবেন।লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো আলা উদ্দিন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।