রানওয়ে থেকে ছিটকে গেল জেট এয়ারওয়েজের একটি বিমান

আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে গেল জেট এয়ারওয়েজের একটি বিমান। বিমানটিতে ১৬১ যাত্রী ছিলেন।

সোমবার ভোরে ভারতের গোয়ার দাবোলিম বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ছিটকে পড়া বিমানের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ মারা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।

ছবিতে দেখা যাচ্ছে, বিমানটির কিছু অংশ রানওয়েতে আছে। আহত যাত্রীদের স্ট্রেচারের ওপর চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কারো কারো শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

বেসামরিক বিমান পরিবহনের মহাপরিচালক ও বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ছিটকে যাওয়ার কারণ অনুসন্ধান করছে। জেট এয়ারওয়েজের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার তৎপরতার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে তা গুরুতর নয়। কয়েকজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে তারা শঙ্কামুক্ত।

বিবৃতিতে আরো বলা হয়, যাত্রীদের মুম্বাইয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কয়েক ঘণ্টা পর অন্য একটি বিমান যাত্রীদের নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।