রামপাল বিদ্যুৎকেন্দ্র সময়ের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের ক্রমাগত বিদ্যুৎ চাহিদা ও সংকট পূরণের লক্ষ্যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবেই।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। তারা কোনদিন জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি।

মন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা বিদ্যুতের লাইন না দিয়ে খাম্বা দিয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। আজ তাদের মুখে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা মানায় না।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলাবিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রাক্তন এমপি তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজি নিজাম উদ্দিন প্রমুখ।

এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।