রামুতে ধান কাটে দিলো ছাত্রলীগ নেতারা, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদকঃ মাঠে ধান পেকে গেলেও করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থাভাবে ধান ঘরে তুলতে পারছিলেন না দরিদ্র কৃষক। অন্যদিকে কালবৈশাখীর আনা-গোনায় দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছিল কৃষক নুর আলমের। এমনই দুঃসময়ে দরিদ্র এ কৃষকের পাশে দাঁড়ালো ছাত্রলীগ। শুধু দরিদ্র এ কৃষকই নন, দেশের এ ক্রান্তিলগ্নে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় হতদরিদ্র ১০ জন কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান প্রায় ২০ জন নেতাকর্মী মিলে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। ছাত্রলীগের এমন মানবিকতায় হাসি ফুটলো দরিদ্র কৃষকের মুখে।

এদিকে প্রধানমন্ত্রীর কৃষকদের পাশে থাকার নির্দেশনা বাস্তবায়নে এ ধানকাটা নিয়ে দেশের বিভিন্নস্থানে হাস্যরসের সৃষ্টি হলেও রামুতে একঝাঁক তরুণ প্রাণের এ উদ্যোগ আশা জাগিয়েছে দরিদ্র কৃষকের মনে এবং ব্যাপক প্রশংসিত হচ্ছে সচেতন মহলে।

মঙ্গলবার দুপুরে জোয়ারিয়ানালা বিকেএসপি ভবনের দক্ষিণের মাঠে ছাত্রলীগ নেতা এসএম সাদ্দাম হোসাইনের নেতৃত্বে কৃষক নুর আলমের ধান কাটছিলেন ছাত্রলীগের প্রায় ২০ জন নেতা-কর্মী। সেখানে দলটির কয়েকজন প্রাক্তন নেতাও রয়েছে।

কোন তাগিদ থেকে কেন তারা এ কাজ করছেন, জানতে চাইলে প্রতিক্রিয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এস সাদ্দাম হোসাইন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশ এখন সংকটময় সময় পার করছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে কৃষকের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশ বাস্তবায়নে এবং বিবেকের দায়বোধ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।’

ছাত্রনেতা সাদ্দাম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এ এলাকার ১০ জন অতি দরিদ্র কৃষকের প্রায় ৪০০ শতক ধান কাটা এবং ঘরে তুলে দেওয়ার কাজ শুরু করেছি। পবিত্র রমজান মাসে রোজা রেখে আমরা কাজ করছি। তবে একটু সমস্যা হচ্ছে সবাই ধান কাটতে পারলেও গুছিয়ে আঁটি বাঁধতে পারছি না। এজন্য আমাদের সঙ্গে কয়েকজন শ্রমিকও রেখেছি। এছাড়া জমির মালিকও আমাদের এ কাজে সহযোগিতা করছেন।’

তিনি বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়ন করতে আমরা নিজেদের মধ্যে কিছু অর্থ সংগ্রহ করেছি আর স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্সও আমাদের আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’

এছাড়া, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী, চাষিদের ক্ষেত থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান ছাত্রনেতা সাদ্দাম।

প্রাক্তন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বর্তমানে একটি কলেজে শিক্ষকতা করেন। তিনিও সেদিন সবার সঙ্গে মাঠে ধান কাটছিলেন। নোমান বলেন, ‘যারা ধান কাটছেন তারা অনেকে আমার বন্ধু, অনেকে ছোট ভাই। আমার মনে হয়েছে এটি খুব মহৎ একটি কাজ। তাই তাদের সঙ্গে যোগ দিয়েছি। মানুষের উপকারে আসতে পেরে নিজেরও ভাল লাগছে।’

এদিকে শত প্রতিকূলতার মধ্যেও ঠিক সময়ে পাকা ধান ঘরে তুলতে পেরে ভীষণ খুশি দরিদ্র কৃষকেরা। জোয়ারিয়ানালার সওদাগর পাড়ার কৃষক নুর আলম বলেন, ‘একটি আমি দেড়কানি (৬০ শতক) জমিতে চাষ করেছি। কিন্তু করোনার কারণে অনেকদিন কর্মহীন থাকায় হাতে মোটেও টাকা-পয়সা ছিল না। তাই ধান পেকে গেলেও ঘরে তুলতে পারছিলাম না। এর মধ্যে কয়েক দফা কালবৈশাখীর ঝড় ও বাতাস বয়ে গেছে। তাই দুশ্চিন্তায় পড়েছিলাম। এ অবস্থায় তারা এসে ধানগুলো কেটে আমার চাতাল পর্য়ন্ত পৌঁছে দিয়েছে। আমি তাদের জন্য খুব দোয়া করছি।’

কৃষক দুদু মিয়া বলেন, ‘কয়েকদিন আগে বাজারে দেখা হলে ধান কাটার জন্য সাদ্দামের কাছে টাকা ধার চেয়েছিলাম। সেদিন সাদ্দাম বলেছে আমার ধান তারা কেটে দেবে। আমি এ বছর তিনকানি (১২০ শতক) জমিতে চাষ করেছি। শনিবার আমারগুলো কাটা হবে। তারা যে এ কাজ করছে আমি মন থেকে তাদের জন্য দোয়া করছি।’

এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা আকতার কামাল বলেন, ‘এমনই মানবিক ছাত্রলীগ আমরা দেখতে চেয়েছি। তাদের এ উদ্যোগকে আমি অভিবাদন জানাই। সাদ্দামদের মতো সারাদেশের ছাত্রলীগ কর্মীরা এভাবে এগিয়ে আসলে দেশ অনেক এগিয়ে যাবে।’

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, ‘কৃষকের ধান কাটার বিষয়টি শোনার পরই আমি বলেছি, আমি তাদের পাশে থাকবো। নানা পরামর্শও তাদের দিয়েছি। আমি সাধ্য মতো সহযোগিতা করে যাচ্ছি।’