রামেকে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে (মঙ্গলবার (২৬) অক্টোবর সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা) গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন পাবনার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন রোগী মারা গেছেন। এদের একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অপরজন এসেছিলেন পাবনা থেকে।

মারা যাওয়া ওই দুই রোগী পুরুষ। যাদের একজনের বয়স ৬১ বছরের ওপরে এবং অন্যজন ৫১-৬০ বছর বয়সী। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।