রাশিয়ার বিমান ৯১ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক বিমান ৯১ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।

কৃষ্ণসাগরের তীরে সোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি।

বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়ন করার ২০ মিনিট পর কৃষ্ণসাগরে রাশিয়ার জলসীমায় থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়।

রাশিয়ার জরুরিসেবাবিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, নিখোঁজ বিমানটি টিইউ-১৫৪-শ্রেণির একটি বিমান।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ-এর বরাত দিযে বিএনও নিউজ জানিয়েছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাওয়ার পথে বিমানটি রাড়ার থেকে বিচ্ছিন্ন হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানটিতে ৮৩ যাত্রী এবং ৮ জন ক্রু আছেন। যাত্রীদের মধ্যে কয়েকজন সংগীতশিল্পী ও সাংবাদিক রয়েছেন। তবে আরোহীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।