রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন, ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করা একটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই দাবি করেছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রাশিয়ার অভ্যন্তরে ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। খবর বিবিসির।

কিরেইয়েভস্ক নামে শহরে ওই ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত করা হয়। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হয়ে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানায় রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

তবে রাশিয়ায় বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠিয়ে মানুষ হত্যার মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

এ ঘটনার পর রাশিয়া তার সীমান্ত এলাকাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে অসংখ্য ড্রোন মোতায়েন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিরেইয়েভস্ক শহরের মধ্যাঞ্চলে রোববার স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে ইউক্রেনের ওই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।