রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইনে দুই দিনের সরকারি সফরে

কিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে দুই দিনের সরকারি সফরে এসেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে তিনি মিঠামইনে পৌঁছান। পরে সেখানে থেকে রিকশায় মিঠামইনের ডাকবাংলোয় পৌঁছান। এ সময় তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর থানাঘাটে নবনির্মিত ৫০০ আসনবিশিষ্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। জেলা পরিষদ চার কোটি ১৯ লাখ টাকা ব্যায়ে এ অডিটোরিয়ামটি নির্মাণ করেছে। পরে সেখান থেকে তিনি নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে যান।

এ ছাড়াও তিনি লঞ্চঘাটসহ মিঠামইন বাজারের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বাজারের লাগোয়া একটি সেতু নির্মাণের বিষয়ে কথা বলেন।

রাষ্ট্রপতির সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন ও বাজিতপুর-নিকলীর সংসদ সদস্য এম এ আফজালসহ আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজ বিকেলে তিনি মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজ ও কাল মিঠামইনে নিজ বাড়িতে অবস্থান করে পরশু বেলা ১১টায় তিনি বঙ্গভবনে ফিরে যাবেন।